সোনামসজিদে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক লীগ নেতা ও শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি সাদেকুর রহমান মাস্টারকে ছুরিকাঘাতে গুরুত্বর জখম করে হত্যার উদ্দেশ্যে গুপ্ত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকায় সোনামসজিদ স্থলবন্দর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মনাকষা ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন খুররম, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ আহসান, শিবগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রনিসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বক্তারা- শ্রমিক লীগ নেতা সাদেকুর রহমান মাস্টারকে হত্যার উদ্দেশ্যে গুপ্ত হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির নিজস্ব কার্যালয়ের পাশে টয়লেটের রুম থেকে বের হওয়ার সময় একদল মুখোশধারী দুর্বৃত্ত সাদেকুর রহমানকে ছুরি দিয়ে পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে মুমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নির্বাচনে আগে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক অবস্থা বিরাজ করছে।

স/শা