রবিবার , ১৯ নভেম্বর ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সৈয়দপুর বিমানবন্দরে আলাপ হলো কাদের-ফখরুলের

Paris
নভেম্বর ১৯, ২০১৭ ৯:২০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেখা হয়েছে। এসময় দু’জনের মধ্যে কুশল বিনিময় হয়।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের দ্বিতীয়-প্রধান দুই নেতার মধ্যে এ দেখা হয়। রংপুরের ঠাকুরপাড়ায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ঢাকায় ফিরছিলেন কাদের। আর ফখরুল ঢাকা থেকে সৈয়দপুরে আসছিলেন।

অবশ্য সকালেই ওবায়দুল কাদেরের ফ্লাইটে সৈয়দপুর আসার কথা ছিল মির্জা ফখরুলের। কিন্তু বিএনপি মহাসচিব তা পরিবর্তন করে অন্য ফ্লাইটে আসেন।

সেখানে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, সৈয়দপুর থেকে ফেরার পথে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন কাদের। তখন জানতে পারেন, পাশের আরেকটি কক্ষে ফখরুল আছেন। তিনি তখন বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করতে যান কাদের।

দেখা হওয়ার পর দুই নেতার মধ্যে কুশল বিনিময় হয়। এসময় কাদের বলেন, ‘ঢাকা এয়ারপোর্টে আপনার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু শুনলাম, আপনি আসছেন না। একসঙ্গে এলে ভালো হতো। কথা বলা যেতো। যেহেতু রাজনীতি করি, আলোচনার পথ খোলা রাখা ভালো। কথা হওয়াও দরকার।’

জবাবে ফখরুল বলেন, ‘সকালের ফ্লাইটেই আসতাম। কিন্তু পারিবারিক কারণে একটু পরে আসতে হয়েছে।’

এর আগে, সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, নির্বাচন যতোই ঘনিয়ে আসছে, একটি মহল চক্রান্ত করে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।

রংপুরের ঠাকুরপাড়ায় সহিংসতাও একটি সাম্প্রদায়িক শক্তি চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এসময় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও বি এম মোজাম্মেল হক এমপি, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলানিউজ

সর্বশেষ - রাজনীতি