সৈয়দপুরে ভারতীয় শাড়িসহ চোরাকারবারি আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নীলফামারীর সৈয়দপুরে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এক হাজার ৫৭৪টি শাড়িসহ কামরুল ইসলাম (৬২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সৈয়দপুর শহরের বাঁশবাড়ি সাদরা লেন এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক কামরুল সৈয়দপুর শহরের মুন্সীপাড়া জোড়াপুকুর এলাকার মৃত মোহাম্মদ নিয়াজীর ছেলে।

র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ (ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৫৭৪টি ভারতীয় শাড়ি, থ্রি-পিস, বিছানার চাদর, শাল, ব্লেন্ডার মেশিন, প্রেসারকুকার উদ্ধার করা হয়। এ সময় শাড়ি বিক্রির প্রায় ৪৬ হাজার টাকা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব নীলফামারী কোম্পানি কমান্ডার মেজর এটিএম নাজমুল হুদা জানান, উদ্ধার হওয়া ভারতীয় এসব দ্রব্যাদির মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা করে সেখানে হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে চোরাচালানির মাধ্যমে এসব ভারতীয় দ্রব্য নিয়ে আসা হয়েছিল।