সৈকতে ‘আইস ভলক্যানো’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৈকতে টিলার মতো জমে আছে বরফ। আর সেই টিলা ফুঁড়ে একটু পরপর আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে আসছে বরফের গুঁড়ো। ছড়িয়ে পড়ছে চারদিকে। যুক্তরাষ্ট্রের মিশিগানের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) গ্র্যান্ড র‌্যাপিড তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সম্প্রতি এমন কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছে। ছবিগুলো মিশিগানের ওভাল সমুদ্রসৈকতের।

ভিডিওতে দেখা যাচ্ছে, বরফের মধ্যে জেগে উঠছে ‘আগ্নেয়গিরি’! এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হচ্ছে না। বরং আগ্নেয়গিরি ফুঁড়ে উঠছে বরফ। এই ‘আইস ভলক্যানো’ নিয়েই মেতেছেন নেটিজেনরা।

এনডব্লিউএস টুইটারে লিখেছে, সৈকতে পর্যটকদের জন্য এটি ছিল একটি চমৎকার দিন। এদিন সাগরের ঢেউয়ের সঙ্গে বরফের মিথস্ত্রিয়ার ব্যাপারটিও উপভোগ্য ছিল।

ওভালের ওই সমুদ্রসৈকত ভরে রয়েছে বরফে। তার মধ্যেই কোনো কোনো জায়গায় আগ্নেয়গিরির মতো ভেতর থেকে উঠছে বরফ গুঁড়ো। শীতের সময় এটি প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়। এই ‘আইস ভলক্যানো’ এক ধরনের প্রাকৃতিক ঘটনা।

সেখানকার এক আবহাওয়া বিশেষজ্ঞ বলছেন, বরফের চাদরের নিচে ঠান্ডা পানি ঢুকলে চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে বরফের মধ্যে থাকা গর্ত দিয়ে বেরিয়ে আসে প্রবল ঠান্ডা পানি, যা মুহূর্তে জমে বরফ হয়ে যায়। এই বরফ আগ্নেয়গিরির কাছে যাওয়া বিপজ্জনক বলেও জানিয়েছেন ওই আবহাওয়াবিদ।