সেলুকাস! কি বিচিত্র আমাদের মানসিকতা!

রাস্তায় হেলমেটবিহীন কাউকে আটকালে উনি বলেন, ভাই ওই যে আরেকজন যাচ্ছে হেলমেট ছাড়া তাকে ধরেন না কেন?

(অন্যজনকে ধরতে গেলে যেন তিনিও বাইক নিয়ে ফুড়ুৎ দিতে পারেন, পরে দু’জনই ফুড়ুৎ! )
অধিকাংশ সময়ে, আমাদের এখানে একজন অপরাধী নিজের অপরাধকে আরেকজনের অপরাধের সাথে তুলনা দিয়ে ডিফেন্ড করার প্রবণতা মজ্জাগত!

একটি অপরাধ করার পর যেটি করা হয়, অতীতে সেটি আর কারা কারা করেছে এই বিশ্লেষণ দেখিয়ে ফায়দা নিতে চাওয়ার মাঝে স্বল্প শিক্ষিত মানুষের উপস্থিতি লক্ষণীয় ছিল!  কিন্তু এখন তা শিক্ষিত, অল্প শিক্ষিত ও অশিক্ষিত সকল সম্প্রদায়ের একটি বিশাল অংশের প্রবণতা হয়ে দাঁড়িয়েছে!

সমস্যা হচ্ছে এই প্রবণতামুখী হয়ে, নিজের কাজের সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি আমরা অন্যের কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত কি হবে ( অন্যের প্রক্রিয়াগত বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল না হয়ে) সেটিও বলে দিতে চাই! আরও বহু কিছু দেখার বাকি আছে। সেলুকাস! কি বিচিত্র আমাদের মানসিকতা!

লেখক : এডিসি, মিডিয়া অ্যান্ড পিআর।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন