সেলফিই কাল রুয়েট শিক্ষার্থী তাজের

নিজস্ব প্রতিবেদক: 

সেলফি তুলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মহিউদ্দিন তাজ (২৩) নামের রুয়েট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর একটার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভেতরের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থী তাজের বাড়ি নওগাঁ জেলার পত্নিতলার কয়ড়া এলাকায়। তার বাবার নাম এনামুল হক।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন,  সহপাঠীর সঙ্গে পুকুর পাড়ে যায়। সেখানে সেলফি তোলার এক পর্যায়ে মোবাইল ফোনটি পড়ে যায়। সেই মোবাইল তুলতে গিয়েই পানিতে পরে যায় তাজ। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসককে দেখানো হয়। পরে সঙ্গে থাকা সহপাঠীরা তাকে অন্য ক্লিনিকে নিয়ে যায়।

ওসি আরো জানায়, মহিউদ্দিন তাজ রুয়েটের জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র। তিনি ৪১৮ নম্বর রুমে থাকতো।

এছাড়া সেই পুকুরে মাছ শিকার করতে আসা মানুষগুলোর সঙ্গে কথা হলে তারা বিষয়টি এমনভাবে পুলিশকে জানায়। তবে এখনও মরদেহ পুলিশের হেফাজতে পায়নি বলে এই কর্মকর্তা জানান।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক রবিউল আউয়াল সিল্কসিটি নিউজকে বলেন, তাজের লাশ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে।

 

স/আ