সেভেরোদোনেৎস্কের অলিগলিতে লড়াই শুরু হয়েছে

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

দোনবাস প্রদেশের লুহানেস্কের সেভোরোদোনেৎস্কের অলিগলিতে লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছেন লুহানেস্কের গভর্নর সেরহি হাইদাই।

টেলিগ্রাম চ্যানেলে গভর্নর সেরহি হাইদাই দাবি করেছেন, রাশিয়ার সেনারা সেভেরোদোনেৎস্কে এবং এর আশপাশের অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন এবং পিছিয়ে যেতে বাধ্য হয়েছেন।

তবে তিনি সঙ্গে এও জানিয়েছেন, রাশিয়ার সেনারা সেভেরোদোনেৎস্কে হামলা চালানো অব্যহত রেখেছে।

রুশ সেনাদের হামলার ব্যাপারে গভর্নর বলেন,  সেভেরোদোনেৎস্কে শত্রুরা কয়েকবার হামলা চালিয়েছে, অন্তত তিনবার-অনেক বড় হামলা, কয়েকটি জায়গায় অলিগলিতে লড়াই শুরু হয়েছে।

তিনি আরও জানান, রাশিয়ার হামলায় সেভেরোদোৎস্কে ১৪টি উঁচু বিল্ডিং ধ্বংস হয়ে গেছে।

তাছাড়া পাশের গ্রাম সায়নেতস্কেও গোলাবর্ষণ করা হয়েছে, যোগ করেন লুহানেস্কের গভর্নর।

এদিকে বর্তমানে লুহানেস্কের ৯৫ ভাগ দখল করে ফেলেছে রাশিয়া। মাত্র ৫ ভাগের জন্য এখন লড়াই করছে ইউক্রেনীয় সেনারা। কিন্তু গভর্নর সের্গেই হিদাই বলেছেন, রুশদের হাতে ধরা না পড়তে চাইলে আমাদের সেনাদের পালাতে হবে।

পুরো লুহানেস্ক দখল করতে এখন সেভেরোদোনেৎস্ক এবং লাইশচান্সকে হামলা চালাচ্ছে রাশিয়া। যে কোনো সময় শহর দুটির পতন হতে পারে।

 

সুত্রঃ যুগান্তর