সেবায়েত ও আ. লীগ নেতা হত্যার দায় স্বীকার করল ‘আইএস’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঝিনাইদহে হিন্দু সেবায়েত ও বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বী আওয়ামী লীগ নেতাকে হত্যার ‘দায় স্বীকার’ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

 

আজ শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা তদারককারী সাইট ইনটেলিজেন্স গ্রুপ এ তথ্য জানিয়েছে। এ ছাড়া সাইটের পরিচালক তাঁর টুইটার অ্যাকাউন্টেও বিষয়টি জানিয়েছেন।

 

আইএসের আমাপ নিউজ এজেন্সি জানায়, বান্দরবানে বৌদ্ধ নেতাকে ও ঝিনাইদহে হিন্দু সেবায়েতকে হত্যা করা হয়েছে।

 

তবে খোঁজ নিয়ে যায়, বান্দরবানে হত্যার শিকার ব্যক্তি বৌদ্ধ ধর্মাবলম্বী ও আওয়ামী লীগ নেতা ছিলেন।

 

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর-কাষ্টসাগরা গ্রামের রাধামদন গোপাল মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে (৬২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তিনি ফুল তুলছিলেন বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

 

এ ছাড়া গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে আওয়ামী লীগ নেতা মংশৈনু মারমাকে (৫৬) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

 

সূত্র: এনটিভি