সেপ্টেম্বরে স্কুল খুলছে দিল্লিতে

করোনায় আক্রান্তের সংখ্যা কমতির দিকে যাওয়ায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ভারতের রাজধানী নয়া দিল্লির স্কুলগুলো ধাপে ধাপে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকার জানিয়েছে, সিদ্ধান্ত অনুযায়ী—প্রথম দফায় চালু হবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস। দ্বিতীয় দফায় ৮ সেপ্টেম্বর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য খুলবে স্কুল।

এর আগে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, তার সরকার করোনাবিধি মেনে ধাপে ধাপে ক্লাস চালু করতে চায়। দিল্লির নিযুক্ত বিশেষজ্ঞ কমিটিও এমন সুপারিশ করেছে।

উল্লেখ্য, দিল্লিতে করোনা সংক্রমণ কমে দৈনিক শনাক্তের শতকরা হার ০ দশমিক ১ শতাংশে নেমেছে। দিল্লির স্কুল শিক্ষক ও কর্মচারীদের ৯৮ শতাংশ করোনা টিকার অন্তত প্রথম ডোজ নিয়েছেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন