সেনাবাহিনী না থাকলে পাকিস্তান ৩ টুকরো হবে : ইমরান খান

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে আবারও নিজের অবস্থান পরিষ্কার করলেন দেশটির সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারপারসন ইমরান খান। তিনি তার সমর্থকদের পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে খারাপ কিছু না বলতে আহ্বান জানিয়েছেন। ইমরান বলেন, সেনাবাহিনী না থাকলে, পাকিস্তান থাকবে না…ইমরান খানের চেয়েও পাকিস্তানের সেনাবাহিনী প্রয়োজন বেশি।

বুধবার রাতে দলের কমী-সমর্থকদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে ছড়ানো কয়েকটি মিম সম্পর্কে প্রশ্ন করা হলো ইমরান খান বলেন, তিনি এখন টেলিভিশন ও পত্রিকার খবর না দেখলেও, বিষয়গুলো সোশ্যালি মিডিয়ায় দেখেছেন।

সেনাবাহিনী না থাকলে পাকিস্তান তিন টুকরো হবে বলে মন্তব্য করে পিটিআই চেয়ারম্যান আরও বলেন, পাকিস্তানের শত্রুরা সেনাবাহিনীকে আক্রমণ করছে এবং নওয়াজ ও জারদারির শাসনের সময় সেনাবাহিনীকে অবমূল্যায়নের চেষ্টা করা হয়েছে। নওয়াজ বিদেশ থেকেও সেনাপ্রধানকে আক্রমণ করেছেন। বিষয়টি সেনাবাহিনী এবং প্রত্যেকেই জানে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন