বৃহস্পতিবার , ১২ মে ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সেচের পানি না পেয়ে গোদাগাড়ীর দুই কৃষক আত্মহত্যা করেন-অভিযোগপত্রে পুলিশ

Paris
মে ১২, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

গোদাগাড়ীর কৃষক অভিনাথ ও রবির আত্মহত্যার প্ররোচনার দুটি মামলারই চার্জশিট দিয়েছে পুলিশ। দুটি মামলার অভিযোগপত্রেই সেচের পানি না দেওয়ার কারণে দুই কৃষক আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি এই চার্জসিট দৃুটি তৈরী করে গোদাগাড়ী থানা পুলিশ জেলা পুলিশ সুপারের অনুমোদনের জন্য পাঠায়। এর পর সেটি অনুমোদন দেওয়া হলে আদালতে গৃহত হয়।

এর আগে গত ২৩ মার্চ গোদাগাড়ীর নিমঘটু গ্রামের অভিনাথ মারান্ডি ও তাঁর চাচাতো ভাই রবি মারান্ডি বিষপান করেন। এতে তাঁদের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, বিএমডিএ’র গভীর নলকূপ থেকে বোরো ধানের খেতে পানি দেওয়া হচ্ছিল না দুই কৃষককে। তাই তারা বিষপান করেন। এ নিয়ে থানায় দুই পরিবার আত্মহত্যার প্ররোচনার মামলা করেছে।

পুলিশ গভীর নলকূপের অপারেটর সাখওয়াতকে গ্রেপ্তার করেছে। বিএমডিএ সেদিনই তাকে চাকরিচ্যুত করেছে। গত ১৬ এপ্রিল দুই কৃষকের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পেয়েছে পুলিশ। এতে বলা হয়েছে, দুই কৃষকেরই মৃত্যু হয়েছে ‘অর্গানো ফসফরাস যৌগ’ নামের এক ধরনের কীটনাশক পানে।

এ ঘটনায় গত ২ এপ্রিল গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। উপজেলার নিমঘুটু গ্রামে ধানের জমিতে পানি না পাওয়ায় দুই সাঁওতাল কৃষকের আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত প্ররোচনা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

সাখাওয়াত হোসেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পরিচালিত ঈশ্বরীপুর-২ গভীর নলকূপের অপারেটর। তাঁর বাড়িও ঈশ্বরীপুর গ্রামে। সাখাওয়াত স্থানীয় ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। তার গভীর নলকূপ থেকেই পাশের সাঁওতাল অধ্যুষিত নিমঘুটু গ্রামের কৃষকদের জমিতে পানি সেচ দেওয়া হয়।

রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, কয়েকদিনের ব্যবধানে গোদাগাড়ী থানা থেকে অভিযোগপত্র দুটি প্রথমে তাঁর দপ্তরে পাঠানো হয়েছিল। তিনি অভিযোগপত্র দুটি আদালতে দাখিল করেছেন। আদালত তা গ্রহণ করেছেন।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর