সেই শ্রীলঙ্কাই আবার যেতে চায় পাকিস্তানে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে প্রাণ খোয়াতে বসেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সন্ত্রাসী হামলা হয়েছিল শ্রীলঙ্কার টিম বাসের ওপর। তার পর থেকে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয় না বড় কোনো ক্রিকেটীয় দেশ। জিম্বাবুয়ে-আফগানিস্তানের মতো ছোট দলগুলোকেই শুধু দেখা গেছে পাকিস্তান সফরে যেতে। তবে সাত-আট বছর পর যেন সেই ঘটনার কথা ভুলেই গেছে শ্রীলঙ্কা। তারাই এবার যেতে চায় পাকিস্তান সফরে।

২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেট বাসে সন্ত্রাসী হামলার পর থেকে হোম সিরিজগুলো পাকিস্তানকে খেলতে হয়েছে আরব আমিরাত বা ইংল্যান্ডে গিয়ে। এ বছর আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা পাকিস্তানের। আগামী সেপ্টেম্বরে এই সিরিজের অন্তত একটি ম্যাচ পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে চায় শ্রীলঙ্কা। সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভায় এমনটাই জানিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সামাথিপালা, ‘পাকিস্তানে গিয়ে খেলার ব্যাপারে আমি খুবই আগ্রহী। আমাদের নিরাপত্তা দল সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে আর মনে হচ্ছে যে, পাকিস্তানের পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।’

এ বছর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাজয়ের পর নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জোর তৎপরতা শুরু করেছে পাকিস্তান। আইসিসিও রাজি হয়েছে পাকিস্তানে বিশ্ব একাদশের একটি সিরিজ আয়োজনের ব্যাপারে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি সামাথিপালাও এশিয়ার অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান সফরের ব্যাপারে, ‘আমি অন্য দেশগুলোকেও আহ্বান জানাচ্ছি পাকিস্তানকে সমর্থন জানানোর জন্য।’

২০০৯ সালে লঙ্কান ক্রিকেট বাসে সন্ত্রাসী হামলায় আহত হয়েছিলেন ছয়জন ক্রিকেটার। মারা গিয়েছিলেন ছয় নিরাপত্তাকর্মী ও দুজন বেসামরিক নাগরিক।

সূত্র: এনটিভি