সেই মেলবোর্নেই সেরেনার দুর্দান্ত প্রত্যাবর্তন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এই মেলবোর্নেই সর্বশেষ যখন সেরেনা উইলিয়ামস টেনিস কোর্টে নেমেছিলেন, তখন তিনি ৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা। সেই অবস্থাতেই তিনি সপ্তম অস্ট্রেলীয় ওপেন জিতে নেন। তখন কেউ জানতই না যে তিনি অন্তঃসত্ত্বা। পরে সেরেনা নিজেই এই সুখবর প্রকাশ করেন। ২ বছর পরে সেই মেলবোর্ন পার্কেই মা হয়ে ফিরে এসে ফের টেনিস জগতকে চমকে দিলেন এই তারকা। যে দাপটের সঙ্গে তিনি বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় সিমোনা হালেপকে হারিয়েছেন, তা দেখে কে বলবে এখন তার বয়স ৩৮!

হালেপের বিপক্ষে ৬-১, ৪-৬, ৬-৪ সেটে ম্যাচ জিতে নেন সেরেনা। এই ম্যাচেই যেন খুঁজে পাওয়া গেল সেই পুরনো সেরেনার ঝলক। সেই অপ্রতিরোধ্য ভঙ্গি। সেই মরিয়া মনোভাব। যিনি স্টেফি গ্রাফের রেকর্ড ভেঙে ইতিমধ্যেই জিতে ফেলেছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম। আর একটি জিতলেই ধরে ফেলবেন মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতার অনন্য রেকর্ডকে। তবে পুরনো সেই সেরেনার একাধিপত্য দেখা যায়নি। বরং হালেপ মাঝেমধ্যেই বুঝিয়ে দিচ্ছিলেন, কেন তিন এক নম্বর।

তৃতীয় সেটে তিন বার ব্রেক পয়েন্ট বাঁচান সেরেনা। শেষ পর্যন্ত তাঁর অদম্য মনোভাবেরই জয় হয়। জয়ের পর সেরেনা বলেন, ‘দুর্দান্ত একটা ম্যাচ হলো। সিমোনা বিশ্বের এক নম্বর। জয়ের জন্য আমার অনেক উন্নত টেনিস খেলার প্রয়োজন ছিল। আমি তা পেরেছি। খুব আনন্দ লাগছে প্রিয় এই কোর্টে ফিরে জিততে পেরে।’

কীভাবে সম্ভব হলো এমন দুর্দান্ত প্রত্যাবর্তন? জবাবে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই টেনিস তারকা বলেন, ‘আমি একজন ফাইটার। কখনও লড়াই ছাড়ি না। কখনও হাল ছাড়ি না। সব সময় পরিশ্রম করে যাই। অলৌকিক ব্যাপার যে, আমি আজ এখানে এই কোর্টে দাঁড়িয়ে রয়েছি। আমি প্রত্যেকটা পয়েন্টের জন্য নিজের শেষ বিন্দু দিয়ে লড়াই করি।’