রবিবার , ১৮ আগস্ট ২০১৯ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সেই বাগদত্তাকে নিয়ে নরওয়ের রাজকুমারী তুরস্কে

নিউজ ডেস্ক
আগস্ট ১৮, ২০১৯ ৬:১৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নরওয়ের রাজকুমারী মার্থা লুইস ও তার বাগদত্তা শামন ডুরেক তুরস্কের দক্ষিণ-পশ্চিম মুগলা প্রদেশের এজিয়ান সাগর উপকূলে শনিবার ডিনারে অংশ নিয়েছেন। এ খবর জানিয়েছে তুরস্কের গণমাধ্যম হুররিয়াত ডেইলি নিউজ।

এর আগে শুক্রবার তারা মুগলা প্রদেশে পৌঁছান। যেখানে প্রতিবছর কয়েক লাখ মানুষ ভ্রমণে আসেন।

মুগলা প্রদেশের বদরাম জেলার মেয়র আহমেদ আরাস জানান, তিনি নরওয়ের রাজকুমরারীকে আতিথেয়তা করতে পেরে আনন্দিত। তিনি বলেন, এ প্রদেশটির সমৃদ্ধ ইতিহাস এবং একটি উল্লেখযোগ্য সংস্কৃতি রয়েছে।

ইভেন্ট পরিচালক বেনান সারাক বলেন, রাজকুমারী ও তার বাগদত্তা এ প্রদেশটির সঙ্গে ইতিমধ্যেই পরিচিত হয়েছেন। যেখানে তারা পরবর্তী জুটি হিসেবে কয়েকদিন অবস্থান করবেন।

ভ্রমণকারীরা রিপাবলিক অব তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের প্রতিকৃতি উপহার হিসেবে নিয়ে আসেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।

এদিকে রাশিয়ান গণমাধ্যম স্পুটনিক জানায়, ৪৪ বছর বয়সী শামন ডুরেক মা ইন্ডিয়ান ও বাবা হাইতির অধিবাসী।

সর্বশেষ - রাজশাহীর খবর