মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সেই প্রমোদতরীর যাত্রীদের বিনামূল্যে আইফোন দিল জাপান

Paris
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ১:০৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনের প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া জাপের বিলাসবহুল প্রমোদতরীর কয়েক হাজার যাত্রী ইয়োকোহামা সমুদ্রবন্দরে নোঙর করা জাহাজটিতে আটকা পড়ে আছেন।

এতে ক্রু ও যাত্রী মিলে তিন হাজার ৭০০ আরোহী ছিলেন। একে একে সবার স্বাস্থ্য পরীক্ষা করে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়।

আটকেপড়া এসব যাত্রীর মধ্যে বিনামূল্যে আইফোন বিতরণ করেছে জাপান সরকার। গত ৩ ফেব্রুয়ারি জাহাজটি টোকিও ইয়োকোহামা বন্দরে আলাদা একটি পোতাশ্রয়ে নোঙর করা হয়।

এর মধ্যে জাহাজের মার্কিন যাত্রীরা কোয়ারেন্টাইন শেষে সোমবার বিশেষ বিমানে নিজ দেশে ফিরে যান। ৪০০ মার্কিন যাত্রী ফিরে গেলেও এদের মধ্যে ৪০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ায় তাদের জাপানের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এখন পর্যন্ত ডায়মন্ড পিন্সেস নামে প্রমোদতরীটির সাড়ে তিনশ’ যাত্রীর দেহে এ ভাইরাস পাওয়া গেছে। করোনাভাইরাস সংক্রমণের খবর আসার পর থেকেই এই বিলাসবহুল জাহাজটিকে আলাদা করে রাখা হয়েছে।

জাহাজের যাত্রী ও কর্মীদের মোট দুই হাজার আইফোন দিয়েছে জাপান সরকার। ডাক্তারের সঙ্গে যোগাযোগ, ওষুধের আবেদন ও আতঙ্ক থেকে বাঁচতে মনোবিদদের সঙ্গে যোগাযোগের জন্য এই ব্যবস্থা নিয়েছে জাপান সরকার।

জাপান সরকারের বিভিন্ন দফতর একত্রিত হয়ে জাহাজে মোট দুই হাজার আইফোন পাঠানো হয়েছে। এসব ফোনেই লাইনঅ্যাপ প্রি-ইনস্টল আছে।

এই অ্যাপ ব্যবহার করে জাপানের স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখা যাবে। এই জাহাজের প্রত্যেক কেবিনে যেন একটি আইফোন থাকে তা নিশ্চিত করার চেষ্টা করেছে জাপান সরকার।

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি