সেই যমজ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  দরিদ্র পরিবারে জন্ম নেয়া শরীর জোড়া লাগা যমজ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বিদিরপুর মহল্লায় শিশু দুটির বাড়িতে গিয়ে জেলা প্রশাসক শিশুর পিতার হাতে নগদ ৫০ হাজার টাকা, ৪ টি কম্বল এবং ঢাকা যাওয়ার জন্য গাড়ির ব্যাবস্থা করে দেন।

এ সময় তিনি চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা পিজি হাসপাতালের ঊর্ধতন কর্মকর্তাকে মোবাইল ফোনে অনুরোধ করেন এবং আগামীতে চিকিৎসা বাবদ আরও সহযোগিতা করার আশ্বাস দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার চন্দন কর প্রমুখ।

প্রসঙ্গত, গতকাল সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রপাচারের মাধ্যমে পেট জোড়া লাগানো দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম দেন তার আঙ্গুরী বেগম। শিশু দুটির মধ্যে একটি ছেলে অপরটি মেয়ে। তাদের পৃথক লিঙ্গ থাকলেও কোন পায়ুপথ নেই।

এজন্য শিশু দুটির অপারেশন করার পরামর্শ দিয়ে তাদের বাড়ি প্রেরণ করা হয়। বর্তমানে যমজ বাচ্চা দুটো সুস্থ আছে।

স/জে