সেই গোবিনাথানের কাঁধেই বাংলাদেশের হকি

মালয়েশিয়ান গোবিনাথান কৃষ্ণমূর্তিকেই বাংলাদেশ হকি দলের দায়িত্বে বহাল রাখা হয়েছে। সর্বশেষ এশিয়ান হকি চ্যাম্পিয়ন ট্রফিতে তাঁর অধীনেই খেলেছে বাংলাদেশ দল। পাঁচ দলের মধ্যে পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ করে আশরাফুল-জিমিরা।

বৃহস্পতিবার রাজধানীর ফ্যালকন হলে ফেডারেশনের নির্বাহী কমিটির সভা শেষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, ‘গোবিনাথানের উপরই এএইচএফ কাপের দায়িত্ব দেওয়া হয়েছে।

অতি সত্ত্বর তিনি দল ঘোষণা করে বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন। ’

মালয়েশিয়ান এই কোচ স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়নি। আপাতত মার্চে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এএইচএফ কাপের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গোবিনাথানের সহকারী কোচ হিসেবে কাজ করবেন জাহিদ হাসান রাজু। এএইচএফ কাপে গোবিনাথান দায়িত্ব পালন করলেও এশিয়ান গেমসে বাংলাদেশ হকির দলে দায়িত্বে কে থাকবেন সেটা এখনো চূড়ান্ত করা হয়নি।

তবে গোবিনাথান এশিয়ান গেমসের জন্য খেলোয়াড় তালিকা তৈরি করবেন। ফেব্রুয়ারির মধ্যে এশিয়ান গেমসের জন্য খেলোয়াড় তালিকা সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে দিতে হবে।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ