সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন।  অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের সামান্য উত্থান দেখা গেছে।

রোববার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২০২ পয়েন্টে।  অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ২৬৫৩ ও ১৫৭১ পয়েন্টে।

দিনের এ সময় পর্যন্ত ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দরবৃদ্ধি পেয়েছে ১২৭টি কোম্পানির এবং দর কমেছে ২১৩টি কোম্পানির। এ ছাড়া দর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১০৬ পয়েন্ট। একই সময়ে সূচকটি ২১ হাজার ৩৪ পয়েন্টে অবস্থান করে।

 

সূত্রঃ যুগান্তর