সুযোগ শতভাগ কাজে লাগাতে চান তাসকিন

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

সর্বশেষ দেশের হয়ে ২০১৭ সালে টেস্ট খেলেছেন তাসকিন আহমেদ। মাঝে নিউজিল্যান্ড সফরে সুযোগ এসেছিল। কিন্তু বিপিএলে পাওয়া চোটের কারণে সতীর্থদের সঙ্গে নিউজিল্যান্ডের উদ্দেশে বিমানে চড়া হয়নি। দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে জাতীয় দলে ফিরেছেন তিনি।

গতকাল শুক্রবার মাঠে যখন গা গরমের ম্যাচ খেলছেন তখনই জানতে পেরেছেন জাতীয় দল থেকে ডাক এসেছে। ম্যাচ শেষে দলের ফেরার আনন্দের সঙ্গে সুযোগ কাজে লাগানোর প্রতিজ্ঞতার কথা জানালেন তাসকিন আহমেদ, ‘অনেক ভালো লাগছে যে আবারো জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ঢুকতে পেরেছি। এখন লক্ষ্য থাকবে আরো বেশি কষ্ট করা, নিজেকে ফিট রেখে জায়গাটাকে ধরে রাখা। সামনে টেস্ট ছাড়াও আরো যেসব খেলা আছে সেখানে যেন সুযোগ পেতে পারি। আমার যদি সুযোগ আসে তাহলে শতভাগ দিয়ে কাজে লাগানোর চেষ্টা করব।’

নতুন বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের মনে ধরেছে তাসকিনকে। ক্যাম্প চলাকালীন অনুশীলনে লম্বা সময় নিয়ে এই পেসারের সঙ্গে কাজ করেছেন। বিষয়টি স্বস্তি দিচ্ছে তাসকিনকেও। চেষ্টা করছেন কোচের নির্দেশনা মেনেই নিজেকে প্রস্তুত করতে। তাসকিনের কথায়, ‘আসলে ধারাবাহিকতা, লাইন ও লেন্থ সবকিছু নিয়েই নতুন কোচের সঙ্গে কাজ করছি। অনুশীলনের সময়গুলো খুব ভালো ছিল, সেই সঙ্গে ফিটনেসেও অনেক জোর দিচ্ছে। সবমিলিয়ে ভালো সেশনই হচ্ছে। আমরা যারা বোলাররা আছি সবাই তাঁর কথামতো কাজ করার চেষ্টা করছি এবং তিনিও খুশি যে আমরা তাঁর নির্দেশনা প্রয়োগ করতে পারছি।’

কোচ প্রসঙ্গে তাসকিন আরো বলেন, ‘ল্যাঙ্গেভেল্ট অবশ্যই লেন্থ বল নিয়ে কাজ করছে। এটি আমরাও এতদিন থেকে চেষ্টা করছিলাম, আসলে আমি শেষ ব্যাঙ্গালুরুতে যখন খেলতে গিয়েছিলাম তখন ভালো হয়েছে। তবে দিন শেষে আসলে লেন্থটাই গুরুত্বপূর্ণ। সবাই মিলে এটাই চেষ্টা করছে। ওরা অনেক বেশি ফোকাস করছে এবং করাচ্ছে বোলারদের যে এটাই গুরুত্বপূর্ণ।’