সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আলোচনাসভা-দোয়া

সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক ও মাহবুবে আলমসহ গত এক বছরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ১০৬ জন বিচারপতি ও আইনজীবীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে বিচারপতি দুইজন এবং আইনজীবী ১০৪ জন। এদের স্মরণে গতকাল বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এক স্মরণসভা করেছে।

সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে এবং সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় সমিতির সাবেক সহসভাপতি ড. গোলাম রহমান, সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, আজহার উল­াহ ভুইয়া, শাহ মঞ্জুর“ল হক প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, ২০১৯ সালের ২২ ডিসেম্বর থেকে চলতি বছরের ৭ নভেম্বর পর্যন্ত মোট দুইজন বিচারপতি ও ১০৪ জন আইনজীবীকে হারিয়েছি। তিনি এ সময় সিনিয়র আইনজীবীদের কর্মময় জীবনের কিছু দিক সংক্ষেপে তুলে ধরেন।

 

 

 

সূত্রঃ কালের কণ্ঠ