সুপার সিক্সে বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

শ্রীলঙ্কায় অনুষ্ঠানরত আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স রাউন্ডে উঠেছে বাংলাদেশ।

বাংলাদেশ সুপার সিক্সে উঠবে, এটা জানাই ছিল। আজ গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পর সেটি নিশ্চিত হয়েছে।

‘বি’ গ্রুপের সেরা তিন দলের একটি হয়ে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। ৪ ম্যাচের সবকটি জিতে গ্রুপের শীর্ষে দক্ষিণ আফ্রিকা, তিনটিতে জিতে দুইয়ে পাকিস্তান, দুটিতে জিতে তিনে বাংলাদেশ। একটি ম্যাচ জেতা স্কটল্যান্ড ও চার ম্যাচের সবকটিতেই হারা পাপুয়া নিউগিনি এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে।

অন্যদিকে ‘এ’ গ্রুপের শীর্ষ তিন দল হিসেবে সুপার সিক্সে উঠেছে ভারত, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। বাদ পড়েছে জিম্বাবুয়ে ও থাইল্যান্ড।

সুপার সিক্সে প্রতিটি দল অন্য গ্রুপের তিন দলের মুখোমুখি হবে। সেরা দুই দল খেলবে ২১ ফেব্রুয়ারি ফাইনালে। সুপার সিক্সের সেরা চার দল খেলবে আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। আইসিসি চ্যাম্পিয়নশিপে সেরা চারে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

সূত্র: রাইজিংবিডি