সোমবার , ১৭ জুন ২০২৪ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

Paris
জুন ১৭, ২০২৪ ১১:৩১ পূর্বাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম চার আসরে ‘সুপার এইট’ ফরম্যাট রাখলেও পরের চার আসরে তা রাখেনি আইসিসি। তবে এবারের আসরে আবারও পুরনো ফরম্যাটে ফিরে গিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

সেই ফরম্যাটে শেষ দল হিসেবে সুপার এইটে উঠল বাংলাদেশ।

গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে নাম লেখানোর কাজ অনেকটাই এগিয়ে রেখেছিল টাইগাররা। আজ নেপালের বিপক্ষে ২১ রানের জয়ের মাধ্যমে যা পূর্ণতা পেল।

চার ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে বাংলাদেশ ডি গ্রুপের দ্বিতীয় নম্বর দল হিসেবে উঠেছে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। এই রাউন্ডের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। পরের ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে। এরপর আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

এদিকে বিশ্বকাপের প্রথম আসরেই সুপার এইটে খেলে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের তিন আসরে গ্রুপ পর্বের বাধাও টপকাতে পারেনি।

সর্বশেষ - খেলা