সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে শিল্প বিপ্লবের সম্ভাবনা কাজে লাগাতে হবে

সিল্কসিটি নিউজ ডেস্ক :

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লব আমাদের সামনে বিভিন্ন রকমের বাস্তবতা তুলে ধরেছে। এসডিজি লক্ষ্যমাত্রা ২০৩০, ভিশন-২০৪১ এর সফল বাস্তবায়ন ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে স্কুল-কলেজ এমনকি প্রান্তিক পর্যায়ের মানুষদের অবহিত ও সচেতন করতে হবে। মানুষ যখন জানবে তখন এর প্রতি মানুষের আগ্রহ জন্মাবে। ফলে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে পারবে।

তিনি বলেন, শিল্প বিপ্লবের ভিত্তি হিসেবে তিনটি বিষয়ে গুরুত্ব দিতে হবে যেমন- অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শিল্পের বিকাশ, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী তৈরি করা ও পরিবেশ সংরক্ষণ। এজন্য প্রয়োজন ব্যাপকহারে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ।

জাহিদ ফারুক বলেন, এখন থেকেই একটি সু-পরিকল্পনার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব ও গড়তে পারব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।