সোমবার , ১৪ মে ২০১৮ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৭ জেলেকে অপহরণ

Paris
মে ১৪, ২০১৮ ১১:৪২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীসংলগ্ন একটি খাল থেকে মুক্তিপণের দাবিতে সাত জেলেকে অপহরণ করেছে বনদস্যু কাজল বাহিনীর সদস্যরা।

রোববার বিকেলে সুন্দবনের আড়েরদুনে খালে কাঁকড়া শিকারের সময় সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মোন্তেজ গাজীর ছেলে রাশেদুল ইসলাম (২৮), একই গ্রামের দেবেন সানার ছেলে বিশ্বনাথ সানা (২৮), মনোরঞ্জন মণ্ডলের ছেলে বিশ্ব মণ্ডল (২০), সুজীর মণ্ডলের ছেলে জয়দেব মণ্ডল (২৫), ফকির মণ্ডলের ছেলে পরিতোষ মণ্ডল (২৪), মেহের আলী গাজীর ছেলে মাছুম গাজী (২৩) ও দক্ষিণ কদমতলা এলাকার ফনিন্দ্র নাথ মণ্ডলের ছেলে রমেশ মণ্ডল (২০)।

ফিরে আসা জেলে মথুরাপুর গ্রামের গফুর গাজীর ছেলে আনিছুর রহমান জানান, এক সপ্তাহ আগে কদমতলা বন অফিস থেকে বৈধভাবে পাশ নিয়ে ওই জেলেরা সুন্দরবনে যান কাঁকড়া শিকার করতে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীসংলগ্ন আড়েরদুনে খালে কাঁকড়া শিকার করার সময় জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে বনদস্যু কাজল বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে।

বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন সাত জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনে একাধিক বনদস্যু বাহিনী রয়েছে।

তবে কারা তাদের অপহরণ করেছে সেটি তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

 

 

রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়