শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০১৯ | ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সুউচ্চ পোল বসানোর কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র লিটন

Paris
ডিসেম্বর ১৩, ২০১৯ ১০:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীকে আলো ঝলমলে করতে নগরীতে ১৬টি সুউচ্চ পোল বসাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। নগরীর কামারুজ্জামান চত্বরে বসানো হয়েছে সুউচ্চ মাত্রার বিদ্যুৎ লাইটের প্রথম একটি পোল। এসময় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সেটি বসানোর কাজ পরিদর্শন করেন।

শুক্রবার সন্ধ্যায় এই পোলটি বসানোর কাজ করা হয়। এছাড়াও নগরজুড়ে ১৬টি স্থানে এই পোল বসানো হবে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ কোটি টাকা।

রাসিক সূত্র মতে, একেকটি পোলে ২০টি করে লাইট থাকবে। ফলে আশে-পাশে অন্তত হাঁফ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই পোল আলোকায়িত করবে। এতে করে যেসব এলাকায় এই পোল বসবে সেখানে আর ছোট ছোট লাইটের পোল প্রয়োজন হবে না। একটা পোল থেকেই ওই এলাকার হাঁফ বর্গকিলোমিটার এলাকাজুড়ে আলোকায়িত করবে।

জানতে চাইলে রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল সিল্কসিটিনিউজকে বলেন, ‘নতুন এই সুউচ্চ পোলের কারণে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনি বার বার লাইট কেটে যাওয়া বা চুরি হওয়ারও ভয় থাকবে না।’

 

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর