সিল্কসিটিনিউজ ডেস্ক:
আমেরিকার রাজনীতিতে ‘সুইং স্টেট’ বা ‘ব্যাটল গ্রাউন্ড স্টেট’ নামে পরিচিত সাত প্রদেশের ফলাফল নিয়ে কৌতূহলী বিশ্ব। এই সাতটি প্রদেশের ভূমিকা প্রেসিডেন্ট নির্বাচনে নির্ণায়ক হতে চলেছে।
চার ঘণ্টা অতিক্রান্ত। আমেরিকার ‘সুইং স্টেট’গুলির গণনা চলছে। ফলের প্রাথমিক প্রবণতা বলছে, ‘সুইং স্টেট’গুলিতেও বাজিমাত করতে চলেছেন রিপাবলিকান প্রার্থী তথা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ সাত প্রদেশের মধ্যে ছ’টিতেই ডেমোক্র্যাটের কমলা হ্যারিসকে পিছনে ফেলে এগিয়ে আছেন তিনিই। তার মধ্যে আবার নর্থ ক্যারোলাইনাতে জর্জিয়াতে ইতিমধ্যেই ট্রাম্পকে জয়ী ঘোষণা করা হয়েছে।