নিজস্ব প্রতিবেদক:
সীমান্তে গুলি ও হত্যা-নির্যাতন বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ সেপ্টম্বর) দুপুরে বিজিবি-১ ব্যাটালিয়নের অধীনস্থ বকচর সীমান্তের অদূরে ভারতের আটরশিয়া ক্যাম্প এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফলপ্রসু বৈঠকে উভয় পক্ষ এই ব্যাপারে ঐক্যমতে পৌঁছান।
পতাকা বৈঠকে বিএসএফ এর ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ-৪ ব্যাটালিয়নের এর কমান্ড্যান্ট আর ডি ডোগরা। অপরদিকে ১৮ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি-১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মোহাম্মদ শাহ্জাহান সিরাজ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই পতাকা বৈঠকে সীমান্তে গুলি বর্ষণ না করা, হত্যা-নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র-গোলাবারুদ বিস্ফোরক পাচার প্রতিরোধ, নারী, শিশু ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত টহল ইত্যাদি সীমান্ত সংক্রান্ত দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা হয়।
বৈঠকের পর বিজিবি-১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মোহাম্মদ শাহ্জাহান সিরাজ জানান, সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ সহবস্থান বজায় রাখার ব্যাপারে তারা উভয় পক্ষ সম্মত হয়েছেন।
দুই পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভুত যে কোন সমস্যা যে কোন সময় ব্যাটালিয়ন, কোম্পানী, বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ অথবা পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন।
এ সময় তারা বিভিন্ন উপহার এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ও করেন।
স/মি