সীমান্তে অপরাধ দমনে পদ্মা নদীতে বিজিবি-বিএসএফ’র যৌথ টহলের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক:

সীমান্তে অপরাধ দমনে বিজিবি ও বিএসএফ পদ্মা নদীতে যৌথ টহলের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহেবনগর বিওপিতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সীমান্ত হত্যা, চোরাচালান, মানবপাচারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বিজিবি জানায়, গেল দুই বছরে সীমান্তে অস্ত্র ও চোরাচালান বেড়েছে। একই সঙ্গে গেল বছরের শেষের দুমাসে ৫ জন বাংলাদেশী সীমান্তে নিহত হয়েছে। এছাড়া নতুন করে এ অঞ্চলের সীমান্ত দিয়ে ইয়াবা আসাও শুরু হয়েছে। তাই সীমান্ত অপরাধ দমনে উভয়পক্ষ থেকেই আন্তরিকভাবে কাজ করার সিদ্ধান্ত হয়।

বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম এবং বিএসএফ’র পক্ষে বহরমপুর সেক্টরের ডিআইজি কুনাল মজুমদার।

স/শা