সীতাকুণ্ডে গ্রেপ্তার ‘জঙ্গি’দের পাঁচদিনের রিমান্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চারজনকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার এ আদেশ দেন।

ওই চারজন হলেন খোরশেদ আলম, শিপন ওরফে ফয়সাল, রাসেল মো. ইসলাম ও মুছা ইবনে উমায়ের।

এর আগে ওই চারজনকে সন্ত্রাস দমন আইনে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালতে শুনানি শেষে চারজনের প্রত্যেককে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার গভীর রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এ চারজনকে আটক করে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই চারজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য । সীতাকুণ্ডের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে হামলাসহ নানা অপরাধের চক্র তৈরি করতে তাঁরা সক্রিয় ছিলেন।

সূত্র: এনটিভি