মোহনপুর প্রতিনিধি:
প্রাতিষ্ঠানিক সমবায় কৃষক পর্যায়ে উচ্চমানসম্পন্ন বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ নার্সারি স্থাপনের কার্যক্রমের সাফল্যের স্কীকৃতি স্বরূপ সিসিডিবি শিবালয় ফার্মার্স গ্রুপকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবালয় সিসিডিব ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেনকে হাতে ব্রোঞ্জ পদক তুলে দেন।

বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কৃষি মন্ত্রী মমিতিয়া চৌধুরী এমপি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

অনুষ্ঠানে ৩২ জনকে এবারে জাতীয় কৃষি পুরুস্কারের স্বর্ণ,রোপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হয়। বাণিজ্যিক খামার,কৃষি সম্প্রসারণ ও গবেষণা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনসহ ১০ ক্যাটাগরিতে দেওয়া এ পুরস্কার।
স/শ