সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে বৃদ্ধার ঠোট বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক বৃদ্ধ মহিলার ঠোট বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী আসার পথে মৌছাক স্টেশনে পৌঁছার পূর্বেই দুবৃত্তরা ঢিল ছুঁড়লে এ ঘটনা ঘটে।

বৃদ্ধাটি আগে থেকেই অসুস্থ ছিলেন। তিনি ঢাকায় পপুলার হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন বলে জানা যায়।

ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে এটি জানা যায়। ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

`আজ রাজশাহী গামী সিল্কসিটী এক্স এ মৌচাকের আগে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। একটা বৃদ্ধা মহিলার উপরের ঠোট প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃদ্ধা মা টি এমনিতেই অসুস্থ। ঢাকায় পপুলার হসপিটালে গিয়েছিল ডাক্টার দেখাতে। ভাবতেও কষ্ট লাগে মানুষ এত নির্দয়ী হয় কিভাবে। এখানে তো তারো আপন কেউ থাকতে পারতে। আপনি নিজেকে একবার এখানে কল্পনা করে দেখেন। যদি আপনার সাথে এমনটা ঘটতো।

এসবের কি কোনো সমাধান নেই? প্রতিনিয়ত এসব ঘটেই যাচ্ছে। আর কত? ভাবতেও ঘৃণা লাগে আমরা সৃষ্টির সেরা জীব।’

 

স/শা