সিলেটে ডা. মুরাদের বিরুদ্ধে মামলা

সিলেটে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় মুরাদসহ আরও একজনকে আসামি করা হয়েছে।

বিএনপির এক শীর্ষ নেতার মেয়েকে নিয়ে কটূক্তি করায় রোববার সিলেটের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তানভীর আক্তার খান।

রোববার সকালে বাদীর পক্ষে এ মামলা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন।

তিনি জানান, অপর আসামি হচ্ছেন নাহিদ রেইনস। এই নাহিদের ফেসবুক পেইজ ‘নাহিদরেইন্স পিকচার্স’ থেকে নাহিদেরই উপস্থাপনায় গত ১ ডিসেম্বর লাইভে এসে কুরুচিপূর্ণ কথা বলেন ডা. মুরাদ হাসান।

মামলার পর ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন।

মামলা দায়ের প্রসঙ্গে এটিএম ফয়েজ বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য তানভীর আক্তার খান বাদী হয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।

মামলার বাদীর আইনজীবী তানভীর আক্তার খান বলেন, দায়িত্বশীল পদে থেকে মুরাদ হাসান যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন, তা পুরো নারী জাতির জন্য অপমানজনক। এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে আমি আইনজীবী ওবায়দুর রহমান ফাহমির মাধ্যমে এ মামলা দায়ের করেছি। আদালত ২০০ ধারায় আমার বক্তব্য গ্রহণ করে শুনানির দিন ধার্য করেছেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন- সিলেট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সেলিম, সিনিয়র আইনজীবী আশিক উদ্দিন, আনোয়ার হোসেন, আতিকুর রহমান সাবু, এমরান আহমদ চৌধুরী, সাইদ আহমদ, এজাজ উদ্দিন, খালেদ জোবায়ের, আল আসলাম মুমিন, ইকবাল আহমদ, সাজেদুল ইসলাম সজিব, জাফর ইকবাল তারেক, আলী হায়দার ফারুক ও জালাল আহমদ।

উল্লেখ্য, আপত্তিকর ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। এর পর গত বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু কানাডায় প্রবেশে ব্যর্থ হয়ে আবারো ঢাকায় ফেরেন তিনি।

 

সূত্রঃ যুগান্তর