সিলেটের নেতৃত্বে সোহেল তানভীর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কনুইয়ের ইনজুরির কারণে বিপিএল ছেড়ে দেশে পাড়ি জমিয়েছেন ডেভিড ওয়ার্নার। সবশেষ খবর, এজন্য তাকে বসতে হচ্ছে ছুরি-কাঁচির নিচে। ফলে বাংলাদেশে আর ফেরা হচ্ছে না তার। এবারের আসরে সিলেট সিক্সার্সের হয়ে অধিনায়কত্ব করছিলেন তিনি। স্বাভাবিকভাবেই সেই স্থানটি খালি হয়ে যায়।

সেখানে কে স্থলাভিষিক্ত হচ্ছেন তা নিয়ে গুঞ্জন ছিল। একাধিক নাম শোনা গিয়েছিল। সেই তালিকায় ছিলেন লিটন দাস, সাব্বির রহমান এবং গেল আসরে সিলেটকে নেতৃত্ব দেয়া নাসির হোসেন। তবে সবাইকে ধোপ দিয়ে ফ্র্যাঞ্জাইজিটির নতুন অধিনায়ক হলেন সোহেল তানভীর। তার হাতেই উঠছে অধিনায়কত্বের আর্মব্যান্ড। টুর্নামেন্টে দলটির বাকি ম্যাচগুলোতে নেতৃত্ব দেবেন তিনি।

চলতি আসরে সুবিধাজনক অবস্থানে নেই সিলেট। সবমিলিয়ে ৭ ম্যাচে মাত্র ২ জয় ও ৫ পরাজয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে চায়ের দেশ। তানভীরের পারফরম্যান্সও ততটা নজরকাড়া নয়। তবুও এখন তার হাত ধরে দলটি কতটা সাফল্য পায় তাই দেখার।