সিরীয়-তুর্কি সেনাদের ব্যপক সংঘর্ষ, ৪ তুর্কি সেনা নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে দেশটির সরকারি বাহিনীর হামলায় সোমবার (৩ ফেব্রুয়ারি) তুরস্কের চার সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো নয় সেনা। আহতদের একজনের অবস্থা গুরুতর। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

এদিকে পাল্টা হামলায় ৩০ থেকে ৩৫ জন সিরীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে তুরস্কের পক্ষ থেকে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, তুর্কিবাহিনী পাল্টা হামলা চালিয়ে লক্ষ্যসমূহ ধ্বংস করেছে। রুশ-তুরস্ক চুক্তির অংশ হিসেবে ওই এলাকায় আঙ্কারার ১২টি পর্যবেক্ষণ চৌকি রয়েছে।

এরপরপরই এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, আমরা তুরস্কের সরকারি বাহিনীকে টার্গেট করছি। কারণ তারা তুর্কি সেনাদের ওপর হামলা চালিয়েছে।

এরদোয়ান দাবি করেন, সিরীয় সেনাদের হামলার জবাবে তুরস্কের চালানো পাল্টা হামলায় বাশার আল আসাদের সরকারি বাহিনীর ৩০ থেকে ৩৫ সেনা নিহত হয়েছেন।