সিরিয়ায় আগ্রাসন বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে হবে: জাতিসংঘে ইরান

সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধে তেল আবিবকে বাধ্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই কার্যকর ভূমিকা নিতে হবে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে একথা বলেন। সিরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হয়।

মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতা যাতে লঙ্ঘিত না হয় সে জন্য ইসরায়েলকে বাধ্য করতে হবে।

ইরানের স্থায়ী প্রতিনিধি আরও বলেন, “আমরা ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাই এবং এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।”

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন