সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে ৪ মার্কিন সেনা আহত

সিল্কসিটি নিউজ ডেস্ক:

সিরিয়ায় মার্কিন বাহিনীর হামলায় ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) এক শীর্ষ নেতা নিহত হয়েছেন।

শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর আনাদোলুর।

এ ঘটনায় চার মার্কিন সেনা এবং মার্কিন বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত একটি কুকুর আহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সামরিক হেলিকপ্টার দিয়ে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। হামলায় নিহত ওই আইএস শীর্ষ কর্মকর্তার নাম হামজা আল-হোমসি।

শুক্রবার মার্কিন জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, আল-হোমসি পূর্ব সিরিয়ায় গোষ্ঠীর মারাত্মক সন্ত্রাসীর দায়িত্বে ছিলেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কর্মকর্তারা জানিয়েছেন, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে সমন্বয় করে হামলা চালানো হয়। এ সময় লক্ষ্যবস্তুতে বিস্ফোরণের ফলে চার মার্কিন সেনা সদস্য এবং একটি কুকুর আহত হয়।

জন কিরবি জানিয়েছেন, আহত চার মার্কিন সেনার অবস্থা স্থিতিশীল। তারা ইরাকের একটি মার্কিন সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

২০১৯ সালে উত্তর সিরিয়ায় একটি অভিযানে আইএসের প্রথম শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদিকে হত্যা করে মার্কিন বাহিনী।

তার উত্তরসূরি আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরায়শিও গত বছর একই মার্কিন অভিযানে সিরিয়ায় নিহত হন।

২০১৪ থেকে ২০১৭ সালের শেষের দিকে পরাজয়ের আগ পর্যন্ত ইরাক এবং সিরিয়ার বিশাল অংশ নিয়ন্ত্রণ করেছিল আইএস জঙ্গিগোষ্ঠী।

সূত্র: যুগান্তর