সিপিএলে প্রথমবার পোলার্ড-রাসেল-নারাইন খেলবেন এক দলে

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইঞ্জি লিগগুলোতে তাদের ব্যাপক চাহিদা। টি-টোয়েন্টি ক্রিকেটের এই তিন মহাতারকাকে এবার একই দলে দেখা যাবে।  ক্যারিবিয়ান ক্রিকেট লিগের (সিপিএল) দল ত্রিনবাগো নাইট রাইডার্সে একসঙ্গেই খেলবেন কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও সুনিল নারাইন।  এবারের সিপিএল শুরু হবে ৩০ অগাস্ট, ফাইনাল ৩০ সেপ্টেম্বর।

গতবারের দল থেকে ধরে রাখা ও ড্রাফটের আগেই চুক্তি করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে সিপিএলের দলগুলি। শাহরুখ খানের দলে আগে থেকেই খেলতেন পোলার্ড ও নারাইন। এবার তারা রাসেলকে কিনেছে। দলটিতে আরও আছেন নিকোলাস পুরান, বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও তরুণ প্রতিভাবান পেসার জেডেন সিলস। সব মিলিয়ে তারকায় ভরপুর একটা দল।

এর আগে জ্যামাইকা তালাওয়াহসে খেলা আন্দ্রে রাসেল গত মৌসুমে খুব বাজে খেলেছিলেন।  ১০ ইনিংসে রান করেছিলেন মাত্র ১৬০, আর উইকেট নিয়েছিলেন ১১টি।  নারাইন এর আগে সিপিএলে আলাদা করে পোলার্ড ও রাসেলের সঙ্গে খেললেও পোলার্ড ও রাসেল এক দলে খেলবেন প্রথমবার। তারা তিনজনই এখন আইপিএলে ব্যস্ত। এছাড়া সেন্ট কিটস অ্যান্ড নেভিসে খেলবেন এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, শেরফেন রাদারফোর্ড ও শেলডন কটরেল।

 

সূত্রঃ কালের কণ্ঠ