সিটি হার্ট শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর নয়াপল্টনের সিটি হার্ট শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ভবনটির দ্বিতীয় তলার একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সকাল ১০টা ১০ মিনিটের দিকে আগুন নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, প্রায় দুই ঘণ্টার বেশি সময় চেষ্টার পর নেভানো হয়েছে সিটি হার্ট শপিং কমপ্লেক্সের দোতলায় লাগা আগুন। একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হলেও কী কারণে এই আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।

রাসেল শিকদার আরো জানান, আগুনের খবর পেয়ে সকালেই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এ সময় সেখানে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। পরে দুই ঘণ্টার বেশি সময় চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হন।

সূত্র: এনটিভি