সিংড়ায় হাঁস-মুরগী ও সবজি হাটে নেই স্বাস্থ্যবিধি-সামাজিক দুরত্ব

সিংড়া প্রতিনিধি:
করোনা সংক্রমণ রোধে সর্বাত্মক সাত দিনের কঠোর লকডাউনে সিংড়া পৌর শহরে হাঁস-মুরগী ও কাঁচা সবজির হাটে মানুষের মাঝে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব নেই।

সোমবার সকাল থেকে রাস্তায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর টহল চোখে পড়লেও নানা অজুহাতে সাধারণ মানুষকে রাস্তায় বের হতে দেখা গেছে। রিক্সা-ভ্যান ও ব্যাটরী চালিত অটোরিক্সা চলেছে।

বর্তমানে নাটোর জেলার সিংড়া উপজেলায় করোনা সংক্রমণের হার বেশি হলেও মরণব্যাধি করোনার ভয় যেন মানুষের মাঝে নেই। এদিকে সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান কে পৌর শহরের টহল দিতে দেখা যায়। এসময় তিনি একজন পথচারীকে দুইশ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম বলেন, মানুষকে সচেতন করতে রাস্তায় টহল জোড়দার করা হয়েছে। তারপরও মানুষ অহেতুক বের হচ্ছেন। এটা খুবই দুঃখজনক বিষয়।

স/অ