সিংড়ায় রাস্তায় সেনাবাহিনীর টহল শুরু

সিংড়া প্রতিনিধি:
সিংড়ার বেদে পল্লীসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় জনসমাগম রোধে টহল শুরু করেছে সেনাবাহিনী। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে মসজিদ, হাসপাতাল, পৌর ভবনসহ বিভিন্ন রাস্তায় জীবানুনাশক স্প্রে করা হয়েছে।

রোববার বিকেলে মেজর নূর-এ-শহীদ ফারাবীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শহরের বিভিন্ন এলাকায় টহল দেয়। পরে হ্যান্ড মাইকে বিদেশ ফেরত ব্যক্তি ও সাধারণ জনগণকে সচেতন করেন সেনাবাহিনীর সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাসরিন বানু, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

স/অ