সিংড়ায় মা সমাবেশ অনুষ্ঠিত

সিংড়া সংবাদদাতা:
নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে চলনবিলের অন্যতম এ বিদ্যাপীঠে এ সমাবেশের আয়োজন করে কর্তৃপক্ষ।

সমাবেশে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, সহকারী প্রধান শিক্ষক আফসার আলী, শিক্ষক মুকুল হায়দার, অভিভাবক হেনা সুলতানা, শাহিদা বেগম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, সময় এখন নারীদের, মা’য়েদের। বর্তমান প্রধানমন্ত্রীর কারণেই শিক্ষার সুন্দর পরিবেশ হয়েছে। বাল্য বিয়ে ও ইভটিজিং প্রতিরোধ করতে হবে। আর নিজেদের প্রজন্মের ভবিষ্যৎ গড়তে চিন্তাধারা উন্নত বিশ্বের মতো হতে হবে। এই প্রতিষ্ঠান মেধা বিকাশ ও স্বপ্ন বাস্তবায়নে এক অনন্য ভুমিকা রেখে চলেছে। দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ও তথ্য প্রযুক্তি যুগে বিভিন্ন সফটওয়ার তৈরি করছে এই প্রতিষ্ঠানেরই ছেলে মেয়েরা।