সিংড়ায় নতুন পদ্ধতিতে বয়স্ক ও বিধবা ভাতা বিতরণ উদ্বোধন

সিংড়া প্রতিনিধি:

প্রকৃত ভাতা ভোগীদের মধ্যে স্বল্প সময়ে সেবা পৌছে দেয়ার লক্ষ্যে নাটোরের সিংড়ায় ১হাজার সাতশ জন বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে নতুন পদ্ধতিতে ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার সকাল ১১টায় সিংড়া পৌরসভা হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. শফিকুল ইসলাম, পৌর সচিব আব্দুল মতিন, কাউন্সিলর দেদার হায়াত বেনু, মহিলা কাউন্সির রজিনা বেগম প্রমূখ।

সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস বলেন, প্রকৃত ভাতাভোগীদের মাঝে স্বল্প সময়ে  ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নাটোর জেলার সিংড়া পৌরসভাকে সর্ব প্রথম এই সেবার আওতায় আনা হলো। এতে বর্তমান সরকারের স্বপ্ন বাস্তবায়ন হবে। তাছাড়া অস্বচ্ছল ভাতাভোগীদের বাড়িতে বাড়িতে এই সেবা পৌছে দেয়া হবে।

স/স্ব