সিংড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬, কৃষক আটক

সিংড়া প্রতিনিধি:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে নাটোরের সিংড়ার সোয়াইড় গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ৬জন আহত হয়েছে। এদিকে এই ঘটনায় অভিযুক্ত করে আব্দুস সবুর নামের এক নিরীহ কৃষককে আটক করেছে সিংড়া থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনা নিয়ে শনিবার দুপুরে উপজেলার সোয়াইড় গ্রামের কৃষক আব্দুস সবুরের সাথে প্রতিপক্ষ আবুল হোসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি দিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ৬জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে।

এদের মধ্যে আহত নিরীহ কৃষক আব্দুস সবুর (৫৫) কে আটক করে সিংড়া থানা পুলিশ। আহত অন্যরা হলেন সুজন আলী (২৫), শহিদুল ইসলাম (২৬), শিহাব উদ্দিন (৩২), মহাতাব (৪৫), শামীমা (২৫)।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। তবে কৃষক আব্দুস সবুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

স/অ