সিংড়ায় টাকার বিনিময়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে সত্যতা মিলল

সিংড়া প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার মহিষমারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বই উৎসবের দিন ছাত্র-ছাত্রীদের নিকট হতে টাকা গ্রহণের অভিযোগের সত্যতা মিলেছে। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো স্বাক্ষরিত এক তদন্ত প্রতিবেদনে এর সত্যতা মিলেছে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মহিষমারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান মোল্লা ও প্রধান শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের প্রত্যেক ছাত্র-ছাত্রীর নিকট হতে ২৫০ টাকা গ্রহণ করে বই বিতরণের অভিযোগটি সঠিক। এতে পহেলা জানুয়ারি বই উৎসবের দিন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে।

এবিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, সরেজমিনে তদন্তকালে টাকার বিনিময়ে বই বিতরণের সত্যতা মিলেছে। আর অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসককে প্রেরণ করা হয়েছে।

স/শা