সিংড়ায় চাল ও পেঁয়াজের বাজারে ইউএনও’র হানা

সিংড়া প্রতিনিধি:
করোনা ভাইরাস আতঙ্কের অজুহাতে সিংড়াসহ চলনবিলের বিভিন্ন বাজারে চাল, পেঁয়াজ ও রসুনের দাম বাড়িয়ে বিক্রি শুরু করেছে স্থানীয় খুচরা ব্যবসায়ীরা। এতে সাধারণ জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

শনিবার উপজেলার বিলদহর, হাতিয়ান্দহসহ বিভিন্ন স্থানীয় বাজার মনিটরিংয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরিন বানু। এতে নিমিষেই চাউল, পেঁয়াজ, রসুনসহ নিত্য পণ্যের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসে।

পরে করোনা ভাইরাস প্রতিরোধে চামারী ইউনিয়ন কমিটির সাথে পরিষদ হলরুমে মতবিনিময় সভা করেন ইউএনও।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী, চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল মৃধা প্রমূখ।

স/অ