সিংড়ায় কৃষকের গলা কাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের সিংড়ায় জাকির হোসেন (৩৫) নামের এক কৃষকের গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত কৃষক চলনবিলের বিল তাজপুর গ্রামের দেলবর হোসেনের ছেলে। বুধবার সকালে সিংড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে।

 
পুলিশ সূত্রে জানা য়ায়, বুধবার সকাল সাড়ে ৬টায় উপজেলার ইটালী ইউনিয়নের বিল তাজপুর গ্রামে নিজ শয়ন ঘরে কৃষক জাকির হোসেনকে গলা কাটা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে দরজার ছিটকি ভেঙে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে।

 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, প্রায় ৮বছর আগে তাড়াশের দিঘলা গ্রামের রহমান প্রামাণিকের মেয়ে রাবিয়া বেগমের সাথে বিয়ে হয় নিহত ওই কৃষকের। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে তার সংসার জীবনে অশান্তি বিরাজ করছিল। আর এশান্তি থেকে মুক্তি পেতেই নিহত জাকির হোসেন নিজ ঘরে বটি দিয়ে গলা কেটে মৃত্যু বরণ করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।

স/আর