সিংড়ায় কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কর্তন উদ্বোধন

সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়ায় কম্বাইন হারভেস্টার কৃষি যন্ত্র দিয়ে বোরো ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও প্যাকেট জাত করণের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিংড়ার আয়োজনে চলনবিলের বালুভরা এলাকায় ধান কেটে উদ্বোধন করেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন সুলতানা প্রমূখ।

উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন বলেন, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে এই কৃষি যন্ত্র। এটা দিয়ে প্রতি ঘন্টায় অল্প খরচে ১বিঘা জমির ফসল কর্তন, মাড়াই, ঝাড়াই ও প্যাকেট জাত করা সম্ভব।

স/অ