সিংড়ায় এক হাজার সার্জিক্যাল মাস্ক ও পিপিই প্রদান বাদশা বুলবুলের

সিংড়া প্রতিনিধি:
করোনাভাইরাস প্রতিরক্ষার কাজে নিয়োজিত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিংড়া থানা ও স্থানীয় পরিবেশ কর্মীদের সুরক্ষার জন্য এক হাজার সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড গোলপস ও অর্ধশতাধিক পার্সোনাল প্রটেক্টিভ ইকুইমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্ব-স্ব দপ্তরে পৌছে দেন এবি ইন্টার ন্যাশনাল কোম্পানীর স্বত্ত্বাধিকারী ও সিংড়া উপজেলার কলম গ্রামের কৃতি সন্তান মো. বাদশা বুলবুল।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও পরিবেশ কর্মী মো. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবী আব্দুল মান্নান, আবু বকর সিদ্দিক প্রমূখ।

এবি ইন্টার ন্যাশনাল কোম্পানীর স্বত্ত্বাধিকারী মো. বাদশা বুলবুল বলেন, কোভিড-১৯, করোনাভাইরাস মোকাবেলায় দায়িত্বরত ব্যক্তি ও স্বেচ্ছাসেবীদের সুরক্ষায় জন্য তার সামান্য উদ্যোগ।

স/অ