সিংহাসন গেছে ইমরান খানের, পিসিবির গদি হারাতে পারেন রমিজও

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চিফ প্যাট্রন দেশটির প্রধানমন্ত্রী। রাজনীতি ও ক্রিকেট ঘনিষ্ঠভাবে জড়িয়ে পাকিস্তানে। সরকার বদলালে পরিবর্তন আসে পাকিস্তাতন ক্রিকেট বোর্ডেও। অনাস্থা ভোটে ইমরান খান হারার পর পিসিবি প্রধান হিসেবে অনিশ্চয়তায় রমিজ রাজার ভবিষ্যৎ।

১৯৮৪ থেকে ১৯৯৭ পর্যন্ত পাকিস্তানের হয়ে চুটিয়ে ক্রিকেট খেলার পর রামিজ ধারাভাষ্যকার হিসাবে ক্যারিয়ার শুরু করে যথেষ্ট সুনাম অর্জন করেন। এর পাশাপাশি টিভি ব্যক্তিত্ব ও ক্রিকেট পণ্ডিত হিসাবেও তিনি কাজ করছিলেন দাপটের সঙ্গে। সেই রমিজকে পিসিবির প্রধান করেছিলেন ইমরান খান।

ইমরানের বিদায়ের পর পাকিস্তানের গণমাধ্যম জানাচ্ছে, নতুন পিসিবি চেয়ারম্যান হতে পারেন নাজাম শেঠি। সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘনিষ্ঠ তিনি। এর আগেও এই পদে দায়িত্ব পালন করেছেন শেঠি। ডেইলি এক্সপ্রেস জানাচ্ছে, নিজেও সরে যেতে পারেন রমিজ।

 

সূত্রঃ কালের কণ্ঠ