সাড়ে ৪ লাখ রুপিতে বিক্রি হলো চরকা নিয়ে লেখা গান্ধীর চিঠি!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মহাত্মা গান্ধীর লেখা একটি চিঠি ছয় হাজার ৩৫৮ ডলারে বিক্রি হয়েছে।ভারতীয় মুদ্রায় এর মূল্য প্রায় চার লাখ ৬০ হাজার রুপি। চরকা কাটার গুরুত্ব নিয়ে এ চিঠি লিখেছিলেন তিনি।

এই চিঠি মহাত্মা গান্ধী লিখেছিলেন গুজরাটি ভাষায়। যুক্তরাষ্ট্রের নিলামকারী প্রতিষ্ঠান ‘আর আর অকশন’ এটি নিলামে তুলেছিল।

যশবন্ত প্রসাদ নামের একজনের উদ্দেশে লেখা এই চিঠির শেষে লেখা, ‘বাপুর আশীর্বাদ’।তবে চিঠিটি কবে লেখা হয় তা জানা যায়নি।

চিঠিতে এক জায়গায় মহাত্মা গান্ধী লিখেছেন, চরকা নিয়ে আমরা যে আশা করেছিলাম, তাই হয়েছে। আরেক জায়গায় লিখেছেন, যাই হোক, আপনি যা বলছেন, তাই সঠিক। সবকিছুই চরকার ওপর নির্ভর করছে।

স্বাধীনতা আন্দোলনের সময় বিদেশি বস্ত্র ত্যাগ করে চরকায় কাটা খাদির পোশাক পরতে দেশবাসীর প্রতি আহ্বান জানান গান্ধী। দেশের অর্থনৈতিক স্বনির্ভরতার প্রতীক হিসেবে চরকাকে তুলে ধরছিলেন তিনি।

তখন আর্থিকভাবে স্বাবলম্বী করতে চরকার গুরুত্বের কথা প্রচার করেন গান্ধী। দেশের মানুষকে প্রতিদিন চরকা কাটার পরামর্শ দেন তিনি। চিঠিটি বিক্রির কথা জানালেও এটি কে কিনেছেন তা জানায়নি ‘আর আর অকশন’ কর্তৃপক্ষ।

স/আন